সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক মহিলার টাকাসহ মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। ধৃতরা হলো মালতি বেদ ও কুসুম বেদ। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার সন্ধেয় আরামবাগ বসন্তপুর মোড় থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে রায়নার রামবাটীর বাসিন্দা স্নিগ্ধা ব্যানার্জি আরামবাগে এসেছিলেন। তখন আরামবাগ বাসস্ট্যান্ড থেকে তাঁর টাকা সহ মানিব্যাগ ছিনতাই হয়ে যায়। ব্যাগের মধ্যে ৩৯৮০ টাকা, এটিএম কার্ড, আধার কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ড ছিল। এরপর পুলিশ তদন্তে নেমে ওই দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৮০০টাকা ও কার্ডগুলি উদ্ধার হয়েছে
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য