সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক মহিলার টাকাসহ মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। ধৃতরা হলো মালতি বেদ ও কুসুম বেদ। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার সন্ধেয় আরামবাগ বসন্তপুর মোড় থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে রায়নার রামবাটীর বাসিন্দা স্নিগ্ধা ব্যানার্জি আরামবাগে এসেছিলেন। তখন আরামবাগ বাসস্ট্যান্ড থেকে তাঁর টাকা সহ মানিব্যাগ ছিনতাই হয়ে যায়। ব্যাগের মধ্যে ৩৯৮০ টাকা, এটিএম কার্ড, আধার কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ড ছিল। এরপর পুলিশ তদন্তে নেমে ওই দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৮০০টাকা ও কার্ডগুলি উদ্ধার হয়েছে
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি