October 5, 2025

অসুস্থ এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

সোমালিয়া সংবাদ, আরামবাগ: অসুস্থ এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর-২ নম্বর অঞ্চলের হাজরা পাড়ায়। আক্রান্ত ওই তৃণমূল সমর্থক এর নাম গুরুপদ কুঁঁড়েল। তিনি আগে চাষ বাস করতেন। কিন্তু কিছুদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে আর কোন কাজ করতে পারেন না। কয়েকদিন আগে তিনি ব্যক্তিগত কাজে তৃণমূল কার্যালয়ে গিয়েছিলেন। অভিযোগ, তার পর থেকেই মাঝে মাঝেই রাতে তাঁর বাড়ির সামনে বোমাবাজি করছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতেও একই ঘটনা ঘটে। বোমার আঘাতে তাঁদের জানালার কাচ ভেঙে মাটিতে পড়ে যায়। পাশেই ছিল গ্যাস সিলিন্ডার। তাই তাঁদের দাবি, বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে শুক্রবার সকালেই তাঁদের বাড়িতে যান সালেপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জীত অধিকারী সহ তৃণমূল নেতৃত্ব। এছাড়াও ঘটনাস্থলে গিয়ে পুলিশ  তদন্ত শুরু করেছে। তখনো সেখানে ফেটে যাওয়া বোমা অবশিষ্টাংশ পড়েছিল এছাড়া বাড়ির পাশে অসংখ্য কাচের টুকরো ছড়িয়ে ছিল যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির আরামবাগ গ্রামীণ মন্ডলের সভাপতি কিংকর পাল বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওই এলাকায় রাতের দিকে বোমাবাজি চলছে। আর সেই দায় বিজেপির ওপর চাপাতে চাইছে। আমরাও চাই পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

Loading