October 5, 2025

সুদানে প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে

সোমালিয়া ওয়েব নিউজ: গত জুন মাস সুদানে প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে এ পর্যন্ত অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮১। সুদানের স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দশটি রাজ্যের ২৭ হাজারেরও বেশি পরিবার বন্যা কবলিত। বিপুল ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রে।গত বছর এপ্রিল মাস থেকে চলা সুদানের সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক রেপিড বাহিনীর মধ্যে সংঘর্ষের দরুন চলতি বছরের বর্ষায় এবং বন্যায়, সে দেশের সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে বলে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সূত্রে জানা গেছে।উল্লেখ্য গত তিন বছর ধরে সুদানে প্রবল বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে।

Loading