সোমালিয়ার সংবাদ, গোঘাট: বুধবার সাতসকালে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর অঞ্চলের হরিহর গ্রামে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ। বিজেপি কর্মীর নাম বাপন দাস। স্থানীয় ওই বিজেপি কর্মীর অভিযোগ, ভোর চারটা নাগাদ বোমাবাজি করে। পাশাপাশি বিকট শব্দের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। বিজেপি কর্মী বলেন, এই বোমাবাজি করার উদ্দেশ্যে হল, আমি ভারতীয় জনতা পার্টির হাজিপুর অঞ্চলের প্রমুখ। কারন আমাদেরকে দমানোর জন্য বা আমরা যাতে ভোটের প্রচারে যেতে না পারি এইসব করে ভয় দেখানোর চেষ্টা করছে । যদিও তৃণমূলের স্থানীয় কর্মী বলেন, বিজেপি মিথ্যা রাজনীতি করছে। এটা আমাদের পার্টি কালচার না। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি