October 6, 2025

নিজের মেয়েকে নিজের বাড়িতে ত্রিপল-চাল চুরি করতে দেখেছেন? তারকেশ্বরে বললেন স্মৃতি ইরানি

সোমালিয়া ওয়েব নিউজ: দিদি বলছে খেলা হবে, দিদি বলছে এবার বাংলার মেয়েকে চাই। ওই মেয়ে যে রাম নবমীর মিছিল হতে দিল না , এই মেয়ে যে দুর্গাপুজোর বিসর্জনটা হতে দিল না।এই মেয়ে যে রাম শুনে শুনে বিরক্ত হল কিন্তু নন্দ্রীগ্ৰামে গিয়ে চন্ডীপাঠ করছে। তারকেশ্বরে বিজেপির জনসভায় এসে একথা বললেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

এদিন তারকেশ্বরের তুল‍্যান গ্ৰামে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের হয়ে প্রচারে আসেন স্মৃতি ইরানি। দুপুর ৩.৩০ মিনিটে তিনি সাহাপুর মাঠে নেমে প্রথমে বিজেপির এক নেত্রী সুমিত্রা রাউতের বাড়িতে খাওয়া দাওয়া করেন। বাড়ির মহিলার কাছে থেকে তাদের রাজনৈতিক জীবনের সুখ দুঃখের কথা জানতে চান। পরে সেখান থেকে বেরিয়ে গিয়ে তুল‍্যান গ্ৰামে জনসভা করেন নেত্রী। তবে জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল খুব ই কম।।

সেই সঙ্গে নেত্রী আরো বলেন, জীবনে কোনদিন দেখছেন কোন নিজের মেয়েকে দেখেছেন নিজের ত্রিপল চুরি করে, নিজের পরিবারের চাল চুরি করে। তাই বলছি, পদ্মফুলে ভোট দিয়ে স্বপনদাকে জেতান। কিন্তু তোমার লড়াইটা সহজ নয়। তোমার সামনে একজন মাফিয়া। কিন্তু বলতে চাই বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে রাজ‍্যে , তারপর সমস্ত গুন্ডা, মাফিয়াদের জেলে ভরবো।

স্মৃতি ইরানি আরো বলেন , এই নির্বাচনটা সাধারন নির্বাচন নয়, প্রত‍্যক গ্ৰাম থেকে একটাই আওয়াজ উঠছে। তৃনমুল যাচ্ছে, বিজেপি আসছে।।
নন্দ্রীগ্ৰামে একটা সাধারন বাড়ির মহিলাকে ধর্ষন করা হল , মমতা বললেন সারাধন কথা । এটা কি বাংলার সংস্কার ? মহিলাদের সম্মান রক্ষায় তাই পদ্মফুলে ভোট দিন।।
এবারের ভোটে আপনাদের দুটো পছন্দ আছে। তৃনমুলের সিন্ডিকেট না ভদ্রলোক । এটা আপনাদের ঠিক করতে হবে।।

Loading