সোমালিয়া সংবাদ, পুরশুড়া: তৃণমূল কর্মী কানু দোলুইয়ের মৃত্যুর ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে তীব্র উত্তেজনা ছাড়ালো খানাকুল থানা চত্বরে। উপস্থিত ছিলেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি তথা পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদব, খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনশি নজবুল করিম সহ অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোটের দিন সন্ধেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পুরশুড়া বিধানসভা কেন্দ্রের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কাবিলপুরের তৃণমূল কর্মী কানু দোলুইকে মারধর করেছিল বলে অভিযোগ। সেই ঘটনায় গুরুতর জখম হন কানু। এরপর তাঁকে হাওড়ার পঁচারুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধেয় সেখানে তাঁর মৃত্যু হয়। এরপর শুক্রবার সকালে কানু দোলুইয়ের স্ত্রী অসীমা দোলুই ১৭ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। এদিকে এদিন ময়নাতদন্তের পর উলুবেড়িয়া মহাকুমা হাসপাতাল থেকে মৃতদেহ সরাসরি খানাকুল থানা চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহ পৌঁছতেই তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীরা খানাকুল থানার সামনে অবস্থান বিক্ষোভ করে অবিলম্বে সমস্ত দোষীর গ্রেপ্তারের দাবি জানান। তৃণমূলের অভিযোগ, খানাকুল থানার পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন না। তিনি বিজেপির হয়ে কাজ করছেন। তাই দোষীদের গ্রেপ্তার করছেন না। তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, নির্বাচনের আগে থেকেই বিজেপি লাগাতার সন্ত্রাস করে চলেছে। ইতিমধ্যেই খানাকুলে দু’জন তৃণমূল কর্মী খুন হয়ে গেল। নির্বাচন কমিশনকে বলেও কোন কাজ হয়নি। তাই আমরা চাই সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি