October 5, 2025

গোঘাটের ভাদুরে বিজেপি যুবনেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, গ্রেপ্তার তিন বিজেপি কর্মী

সোমালিয়ার সংবাদ, গোঘাট: গোঘাটের ভাদুরে গুলিকাণ্ডে নয়া মোড়। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করল আক্রান্ত বিজেপি যুবনেতার তিন সহকর্মীকে। তারা হল সুমন সাহানা, সুমন পাখিরা ও দেবাশিস রায়। শনিবার রাতে গোঘাটের নবাসন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ওই এলাকার খড়ের গাদা থেকে একটি সেভেন এমএম পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার করে। উল্লেখ্য, বিজেপি যুবনেতা শুভময় কুন্ডু জানিয়েছিলেন, তিনি গোঘাটের পোড়াবাগান এলাকায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন। এরপর বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নামে। শুভময়ের সঙ্গে থাকা দুই বন্ধুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান গোঘাট থানার ওসি অনিল রাজ। এরপরেই পুলিশের সন্দেহ হয়। তাঁরা শুভময়ের সহকর্মীদের একটানা জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশি জেরার মুখে তারা নাকি জানায়, নিজেদের হাত থেকেই গুলি ছুটে লাগে। তারা যখন ভাদুরের মকদমতলা এলাকায় বসেছিল। তখনই অসতর্কতাবশত নিজেদের বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে যায়। তাতেই আহত হন শুভময়। জানা গেছে, শুভময় হাসপাতালের মধ্যেই পুলিশি হেফাজতে রয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর  শুরু হয়েছে।

Loading