সোমালিয়া সংবাদ, গোঘাট: একটানা প্রায় সপ্তাহখানেক বৃষ্টি। আর তার ফলে বোরো ধানচাষিরা পড়েছেন চরম সংকটে। বিঘের পর বিঘে জমিতে পাকা ধান নষ্ট হতে বসেছে। কোথাও কাটা ধান জলে ভাসছে, আবার কোথাও বা ধান গাছ সমেত লেপটে আছে কাদায়। এমনই ছবি আরামবাগ মহকুমাজুড়ে। প্রতিদিন বিকেল হলেই নামছে বৃষ্টি। আর তার জেরে জমি শুকিয়ে ওঠা তো দূরের কথা, জমিতে জলস্তর বেড়েই চলেছে। কোথাও ছয় ইঞ্চি কোথাও আবার ফুট দুয়েক জল দাঁড়িয়ে গেছে। বন্যাপ্রবণ আরামবাগ মহকুমার কৃষিজমি কিছুটা নিচু এলাকায় অবস্থিত। এর ফলে অল্প বৃষ্টিতেই জলে ডুবে যায়। আরামবাগ মহকুমা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এই মহকুমায় বর্তমানে প্রায় ২১ হাজার ৭৩০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। মূলত এখানকার চাষিরা আলু তোলার পর এই ধান চাষ করে থাকেন। তার ফলে এখানকার ধানের ফলন কিছুটা দেরিতে হয়। আর সেজন্যই প্রতিবছরই কালবৈশাখীর জন্য একটু-আধটু অসুবিধায় পড়তে হয়। কিন্তু এবার একটানা বৃষ্টিতে সেই ধান একেবারে নষ্ট হতে বসেছে। খানাকুল, পুরশুড়া, আরামবাগ, গোঘাট এই চারটি বিধানসভার ছ’টি ব্লকেই একই পরিস্থিতি। পুরশুড়া জঙ্গলপাড়ার অসীম সামন্ত, আরামবাগের সালেপুরের স্বপন সাঁতরা বলেন, এমনিতেই করোনার জেরে আংশিক লকডাউন চলছে। রুটিরুজি প্রায় একেবারে বন্ধের মুখে। শেষ সম্বলটুকু বলতে এই চাষবাস। সেখানে প্রকৃতি যেভাবে বিরূপ হয়েছে তাতে আগামী দিনে খেতে পাব কিনা সন্দেহ আছে। খানাকুলে বন্যার জন্য আমন ধানের চাষ তেমন হয় না। বেশিরভাগ চাষিই এই বোরো ধানের উপর নির্ভর করে থাকেন। খানাকুল রাজহাটির বাসিন্দা পরিমল শাসমল বলেন, আমরা এই বোরো ধানের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। কিন্তু যেভাবে একটানা বৃষ্টি আর ঝড় চলছে তাতে আর কিছুই অবশিষ্ট রইল না। সমস্ত জমির ধান নষ্ট হয়ে গেল। গোঘাটের হরিহরপুরের সুশান্ত ভট্টাচার্য বলেন, সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। তিন বিঘা জমির ধানের কোনো চিহ্ন নেই। ১০ কাঠা জমি কোন রকমে জল থেকে তোলার চেষ্টা করছি। গোঘাটের বালিবেলার চাষি সুজিত কুন্ডু বলেন, এই ভেজা ধান কুইন্টাল প্রতি ৮০০ টাকার বেশি বিক্রি হচ্ছে না। এর ফলে বিঘা প্রতি প্রায় ১০-১২ হাজার টাকা চাষিদের ক্ষতি। করোনার এই ভয়ঙ্কর সময়ে চাষিরা কিভাবে সেই ক্ষতি পূরণ করবে ভেবে পাচ্ছে না। তাই সরকার বা প্রশাসন যদি চাষিদের কথা ভেবে পাশে দাঁড়ায় তাহলে বড় উপকার হয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি