October 6, 2025

দুস্থ রোগীদের পাশে তারকেশ্বরের পরীক্ষা ডায়াগনস্টিক সেন্টার

সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: করোনা পরিস্থিতির জেরে বর্তমানে প্রায় সর্বত্র জায়গায় সর্বস্তরের মানুষের এক্কেবারে নাজেহাল অবস্থা বলা যায়। সামান্য জ্বর কাশি হলেও রোগীদের সামনে নানান রকমের পরীক্ষা নিরীক্ষার কথা তুলে ধরছেন চিকিৎসকেরা। কিন্তু আর্থিক স্বাবলম্বী না হওয়ার কারণে শরীর অসুস্থ হলেও ডাক্তারি পরীক্ষা থেকে পিছিয়ে আসতে হয় গরীব দুঃস্থ মানুষগুলিকে। তাই তাদের কথা চিন্তা করে এক অভাবনীয় উদ্যোগ নিলো তারকেশ্বরের পরীক্ষা ডায়াগনষ্টিক সেন্টার। দুঃস্থ অসহায় মানুষগুলির জন্য এই সেন্টারে রক্ত পরীক্ষা, এক্সরে থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা পুরোটাই এক্কেবারে বিনে পয়সায় করা হচ্ছে। শুধু তাই নয়, করোনা ঠেকাতে ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত N-95 মাস্ক ও একটি করে স্যানিটাইজার বোতলও তারা বিনামূল্যে রোগীদের হাতে তুলে দিচ্ছেন।
পরীক্ষা ডায়াগনষ্টিক সেন্টারের কর্ণধার সৌমেন কোলে বলেন, মারণঘাতী এই করোনা মহামারী থেকে বাঁচতে N-95 মাস্ক অত্যন্ত কার্যকর, সাথে স্যানিটাইজার আবশ্যক। তাই সকল রোগীর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সেন্টারে পরীক্ষা করাতে আসা প্রতিদিন ১০০ জন রোগীকে আমরা সম্পূর্ন বিনামূল্যে একটি করে মাস্ক ও স্যানিটাইজার তাদের হাতে তুলে দেবো। শুধু তাই নয়, প্রতিদিন 40 জন রোগীর মধ্যে 5 জন রোগীর U.S.G ও 5 জন রোগীর সিটিস্ক্যান এই দুটি পরীক্ষায় এক্কেবারে বিনামূল্যে করা হবে। তাছাড়া যতদিন পর্যন্ত এই করোনা মহামারী থাকবে ততদিন পর্যন্ত গরীব অসহায় মানুষদের জন্য রক্ত পরীক্ষা, এক্সরে থেকে শুরু করে তাদের যাবতীয় পরীক্ষা পুরোটাই বিনা পয়সায় করা হবে। পরীক্ষা ডায়াগনষ্টিক সেন্টার তথা কর্ণধার সৌমেন বাবুর এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ সেন্টারে পরীক্ষা করাতে আসা সকল রোগী থেকে শুরু করে আপামর তারকেশ্বরবাসী….

Loading