সোমালিয়া ওয়েব নিউজ : তারকেশ্বর পৌরসভার উদ্যোগে শহরের স্ট্রিট ভেন্ডারদের দেওয়া হল কোভিড টিকার কুপন। গত রবিবার তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে শহরের স্ট্রিট ভেন্ডারদের যাদের বয়স ৪৫ এর উপর তাঁদেরকে পৌরসভার পক্ষ থেকে কোভিড টিকার কুপন তুলে দেওয়া হয় এবং সোমবার ১৮থেকে ৪৪ বছর যাদের বয়স তাঁদের হাতে এই কুপন তুলে দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে পৌর প্রশাসক স্বপন সামন্ত বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় স্ট্রিট ভেন্ডাররা রাস্তার ধারে বসে বেচাকেনা করেন। বিভিন্ন লোকের সংস্পর্শে আসেন। তাঁরা যাতে কোনরকম সংক্রমিত না হয়ে পড়েন বা তাঁদের মাধ্যমে তাঁদের পরিবার এই মহামারী সংক্রমণে জড়িয়ে না পড়ে, তাই মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগ এই কোভিড টিকাকরণ কর্মসূচি। সেইমতো তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে শহর এলাকায় যে সকল হকার্স ভাইয়েরা দোকান চালান এবং শহরে যে সকল হকার রাস্তার ধারে বসে দোকান চালান সেরকম ৫২২ জন ভাইয়ের হাতে পৌরসভার পক্ষ থেকে এই কোভিড টিকার কুপন তুলে দেওয়া হল। মঙ্গলবার থেকে তাঁদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। অপরদিকে সোমবার তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে কোভিডের দ্বিতীয় টিকাকরনের বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন টিকা নিতে আসা লোকেরা। তাঁদের বক্তব্য, আশাকর্মীদের হাত থেকে তাঁরা কুপন পান। সোমবার টিকা দেওয়া হবে বলে সেই মতো আজ ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেখানে বেলা ১১টার সময় জানতে পারেন প্রথম ডোজের ৮৪ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তির প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের সময় বয়স ৫২দিন, ৬০দিন, ৭০ দিন, ৭২দিন। কিন্তু বর্তমানে আজ হঠাৎ করে নোটিশ টাঙিয়ে জানিয়ে দেওয়া হয় যে কোভিডের দ্বিতীয় টিকা ৮৪ দিনের আগে দেওয়া হবে না। ফলে টিকা নিতে আসা মানুষেরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের বক্তব্য, কোনরকম সঠিক সিদ্ধান্ত না নিয়ে কেন এই মহামারীর সময় তাঁদেরকে হেনস্থা করা। সেই ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে এগারোটার সময় হঠাৎ করে যদি জানানো হয় যে টিকা দেওয়া বন্ধ তাহলে মনের অবস্থা কি রকম হয়। পরিস্থিতি কিছুটা খারাপ হলে তারকেশ্বর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি