সোমালিয়া সংবাদ, আরামবাগ: বাড়িতে থাকা কোভিড রোগীদের পাশে দাঁড়াতে এক মহতী উদ্যোগ গ্রহণ করলেন আরামবাগের তৃণমূল নেতা তথা আরামবাগ পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান রাজেশ চৌধুরী। ওষুধ, অক্সিজেন এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে সোমবার থেকেই তিনি কোভিড রোগীদের সাহায্যে এগিয়ে এলেন। এ প্রসঙ্গে তৃণমূল নেতা রাজেশ চৌধুরী বলেন, বর্তমানে বেশিরভাগ রোগীই হোম আইসোলেশনে থাকছেন। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই আর্থিক কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনতে পারছেন না। পাশাপাশি অনেকের আবার টাকা থাকলেও বাইরে বেরিয়ে ওষুধ কেনার মত পরিস্থিতি নেই। তাই বাড়িতে থাকা ওই সমস্ত রোগীদের চিকিৎসকের নির্দেশ অনুযায়ী যে সমস্ত ওষুধের প্রয়োজন তা আমরা নিজেরাই টাকা দিয়ে কিনে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, যদি বাড়িতে থাকাকালীন অবস্থায় কোন কোভিড রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় সেক্ষেত্রে অক্সিজেনের ব্যবস্থা করে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা আমরাই করে দেব। এছাড়াও কাউকে যদি বাইরের কোন হাসপাতালে পাঠাতে হয় সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে আমরা বিনা খরচে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে সেই হাসপাতালে পৌঁছে দেব। এ প্রসঙ্গে রাজেশ বলেন, যে সমস্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন তাঁদের বিনা খরচে চিকিৎসা হচ্ছে। কিন্তু বাড়িতে থাকলে সেই সুযোগ নেই। অথচ অনেকের পক্ষেই সেই খরচ চালানো সম্ভব নয়। তাই আমরা কয়েকজন মিলে ওই সমস্ত কোভিড রোগীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ প্রসঙ্গে তিনি জানান, গতবার লকডাউনের সময় তাঁরা বিনা পয়সায় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছিলেন। কিন্তু বর্তমানে রাজ্য সরকার খাদ্যসাথীর মাধ্যমে সকলের জন্য খাবার সুনিশ্চিত করেছে। তাই আমরা এবার কোভিড রোগীদের এইভাবে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি