October 5, 2025

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ

সোমালিয়া ওয়েব নিউজঃ সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাতে জম্মু এবং উত্তরকাশীর একাধিক গ্রামে দেখা দিয়েছে চরম দুর্দশা। পাহাড়ি এলাকায় ধস নামা, জলবন্দি অবস্থা, ঘরবাড়ি ও ফসলের ক্ষতি—এই সমস্ত দুর্যোগের মাঝেও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ

সঙ্ঘের জম্মু শাখা এবং উত্তরকাশীর আশ্রম থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা বিগত কয়েকদিন ধরে দুর্গত এলাকায় ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে পৌঁছে দিচ্ছেন জরুরি ত্রাণ সামগ্রী, যার মধ্যে রয়েছে শুকনো খাবার, প্যাকেটজাত খাবার, জলের বোতল, ওষুধ, কম্বল এবং নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।

সঙ্ঘের এক স্বেচ্ছাসেবক জানান, “আমরা এই বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোকে কর্তব্য মনে করি। মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সেবার সার্থকতা।”

স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিস্থিতি অনুযায়ী আরও ত্রাণ পাঠানোর পরিকল্পনা করছে। বহু দুর্গত পরিবার ইতিমধ্যেই সঙ্ঘের এই প্রচেষ্টাকে কৃতজ্ঞ চিত্তে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক সহায়তার কাজে ভারত সেবাশ্রম সঙ্ঘ পূর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে — কখনও বন্যা, কখনও ভূমিকম্প, কখনও বা মহামারির সময়।

এই মানবিক উদ্যোগ ফের একবার প্রমাণ করল, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু হাত সবসময় এগিয়ে আসে — নিঃস্বার্থভাবে, নীরবে।

Loading