সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: ইয়াসের আতংক কাটিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিনের লাইনে বহু মানুষ। মানা হচ্ছে না কোভিড প্রোটোকল। বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়ান পঞ্চায়েত সমিতি, সিভিল ডিফেন্স এবং সমবায় সমিতির কর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে একাধিক সরকারি দপ্তরের স্থায়ী অস্থায়ী কর্মী মিলিয়ে প্রায় চারশো জন কর্মী কে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। লাইনে দাঁড়ানোর ক্ষত্রে কোভিড প্রটোকল মানা হচ্ছে কিনা তা নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের।
সমবায় ব্যংক কর্মীরা দীর্ঘ দিন ধরে আবেদন করার পর আজ থেকে তাদের শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়া।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি