October 5, 2025

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান

সোমালিয়া সংবাদ, আরামবাগ: ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো মানুষদের হাতে ত্রিপল তুলে দিলেন আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান। এছাড়াও বেশি ক্ষতিগ্রস্তদের হাতে এদিন তিনি  কিছু নগদ টাকাও তুলে দেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ে আরামবাগ মহকুমায় তেমন বড় কিছু ক্ষতি হয়নি। তা সত্বেও যে সমস্ত  মানুষ মাটির বাড়ি বা ঝুপড়ি বাড়িতে থাকেন তাঁদের অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বৃহস্পতিবার সকাল থেকেই জিয়াজুর সাহেব নিজেই সহকর্মীদের সঙ্গে নিয়ে আরামবাগ শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে কয়েকশো পরিবারের হাতে ত্রিপল দেন। এছাড়া যে সমস্ত পরিবারের নগদ টাকার প্রয়োজন তাঁদেরকে কিছু কিছু করে নগদ টাকা তুলে দেন। উল্লেখ্য, সারাবছরই জিয়াজুর সাহেব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে থাকেন। গত বছরে লকডাউনের সময় থেজুকে এ বছর পর্যন্ত তিনি সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের খাবার, সবজি, মসলা ইত্যাদি দান করে চলেছেন। এছাড়াও প্রশাসনের পাশে দাঁড়িয়ে কোভিড আক্রান্তদের জন্য কাজ করে চলেছেন। দুঃস্থ কোভিভ রোগীদের জন্য বিনা খরচে অ্যাম্বুলেন্সও চালু করেছেন। তাই তাঁর এই কাজে খুশি আরামবাগের সর্বস্তরের মানুষজন। 

Loading