সোমালিয়ার সংবাদ গোঘাট অসহায় মানুষের কাছে সহায়-সম্বল হয়ে দাঁড়াচ্ছে গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। তাদের চালু করা হেল্পলাইনে ফোন করলেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষের দিকে। এবার করোনা আক্রান্ত এক রোগীর মৃতদেহ উদ্ধারে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমুড়সা গ্রাম পঞ্চায়েতের পাতুলসাড়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের এক বৃদ্ধ দম্পতি করোনায় আক্রান্ত হন। তাঁরা বাড়িতে আইসোলেশনে ছিলেন। সেখানেই তাঁদের চিকিৎসা চলছিল। কিন্তু হঠাৎই মৃত্যু হয় বৃদ্ধের। প্রতিবেশীরা খবর দেন তৃণমূল ছাত্র পরিষদের হেল্পলাইন নম্বরে। সঙ্গে সঙ্গে গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ আসিক হোসেন মৃতদেহ উদ্ধারের সচেষ্ট হন। তিনি কথা বলেন ব্লক প্রশাসনের সঙ্গে। এরপর কোভিড বিধি মেনে সমস্ত নিরাপত্তা গ্রহণ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ওই মৃতদেহ উদ্ধার করেন। পরে তা আরামবাগ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ বৃদ্ধাকে বাড়ি থেকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। এ বিষয়ে সৈয়দ আসিক হোসেন বলেন, করোনাকালে সাধারণ মানুষের সাহায্যের জন্য আমরা হেল্পলাইন চালু করেছিলাম। অনেকেই তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন। আমরা তাঁদের পাশে দাঁড়িয়ে যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এবার এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি