October 5, 2025

তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সোমালিয়া সংবাদ, আরামবাগ: তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করা হয়েছে। বিজেপি কর্মীদের দাবি, তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের ওপর আক্রমণ চালাচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, মারধর করছে। জমি থেকে ফসল তুলে দিচ্ছে না। ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরী গ্রামে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের মোট সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তৃণমূলের দু’জন ও বিজেপির পাঁচজন। বিজেপির পাঁচজনের মধ্যে দুই মহিলা রয়েছে। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে আরামবাগ আসনে জয়লাভ করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, তারপর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ওপর বারবার আক্রমণ করছে। কখনও মারধর করছে, কখনও বাড়ি ভাঙচুর করছে, আবার কখনও বা রাতের অন্ধকারে বাড়ির সামনে বোমা ফাটিয়ে সন্ত্রাস তৈরি করছে। স্থানীয় তৃণমূল কর্মী রূপা খাঁ, ছবি ধাড়া প্রমুখরা জানালেন, প্রতিদিনই বিজেপির দুষ্কৃতীরা বাড়িতে হামলা করছে। এর ফলে বাড়িতে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাড়ির পুরুষ মানুষরা বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। তাঁরা জানান, বৃহস্পতিবার :সন্ধেয় ও শুক্রবার সকালে এক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতী তৃণমূল কর্মীদের চারটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এছাড়াও চার তৃণমূল কর্মীকে মারধর করেছে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। এরপরই পুলিশ ওই সাতজনকে গ্রেপ্তার করে।

Loading