October 6, 2025

মর্মান্তিক: ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু ভাই ও দিদির

সোমালিয়া সংবাদগোঘাট: জলে ডুবে মৃত্যু হল ভাই ও দিদির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোঘাটের বদনগঞ্জ-ফলুই-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফলুই গ্রামে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মৃতদের নাম শ্রেয়া ঘোষ (১০) ও রুদ্র ঘোষ (৬)। তাদের বাবা অভিজিৎ ঘোষ চাষবাস করে সংসার চালান। তাদের এই দুই সন্তানই ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন  দিদি ও ভাই দুজনে বাড়ির বাইরে খেলতে বেরিয়েছিল। খেলতে খেলতে তখনই ভাই রুদ্র পুকুরের জলে নেমে পড়ে। বর্ষাতে এমনিতেই পুকুর ভর্তি ছিল। তাই সে নিজের টাল সামলাতে পারেনি। ধীরে ধীরে ডুবে যেতে থাকে। তাই দেখে ছুটে তাকে বাঁচাতে যায় দিদি শ্রেয়া। কিন্তু সেও পুকুরের জলে ডুবে যায়। দূর থেকে এলাকার মানুষ দেখতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে পুকুরের জলে নেমে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ভরা পুকুরে কিছুটা দেরি হয়ে যায়। এরপর দুজনকে উদ্ধার করে ষ কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা দু’জনকেই  মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা দেখা দেয়। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ দু’জনের মৃতদেহ বাড়িতে নিয়ে চলে যাওয়ার কথা বলেন। সেইমতো পরিবারের লোক তাদের দু’জনকে  বাড়িতে নিয়ে যায়। কিন্তু খবর পেয়ে সেখানে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তারা পুনরায় মৃতদেহ দুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলে‌। এই ঘটনায় পরিবারের লোক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ পুরো বিষয়টি সামাল দেয়।

Loading