সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: পুলিশ দিবস উপলক্ষে বৈদ্যপুর চৌমাথায় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার পুলিশের। বুধবার পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে যান চালকদের সচেতনার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিলেন তারাকেশ্বর থানার পুলিশ কর্মীরা। এদিন তারাকেশ্বর পৌরসভার বৈদ্যপুর চৌমাথায় তারকেশ্বর-বৈদ্যবটি রোডে যান চালকদের সচেতন করেন পুলিশকর্মীরা এবং প্রতিটি বাইক, চার চাকা এবং ট্রাক, লরিতে সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগিয়ে দেন পুলিশ কর্মীরা। অন্যদিকে মাস্কবিহীনদের লাড্ডু খাইয়ে এবং মাস্ক পরিয়ে পুলিশ দিবস পালন করলেন তারকেশ্বর থানার পুলিশ কর্মীরা। এদিন আরও এক বিশেষ উদ্দ্যোগ নেন তারাকেশ্বর থানার পুলিশ কর্মীরা। এদিন থানার সামনে পথচলতি সাধরণ মানুষ থেকে বাইক আরোহীদের সচেতন করতে প্রথমে একটি করে লাড্ডু খাওয়ান এবং পরে মাস্কবিহীনদের মুখে মাস্ক পরিয়ে দেন। এভাবেই পুলিশ দিবসেও সসারণ মানুষ কে সচেতন করতে একের এক কর্তব্য পালন করতে দেখা যায় পুলিশ কর্মীদের। এদিকে তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে তারকেশ্বর থানার পুলিশ কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। এদিন পৌর প্রশাসক স্বপন সামন্তসহ পৌরসভার বেশ কয়েকজন কর্মী ফুল-মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান পুলিশ কর্মীদের। তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও তারকেশ্বর থানার পুলিশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম কুন্ডুসহ বেশ কয়েকজন তৃণমুল নেতা-কর্মী থানার পুলিশ কর্মীদের ফুল-মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান। উত্তম কুন্ডু বলেন, পুলিশকে বিগ স্যালুট জানাই। করোনা পরিস্থিতিতে পুলিশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল তাতে করে বিগ স্যালুট তাঁদের প্রাপ্য।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি