সোমালিয়া সংবাদ, আরামবাগ: মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উপযুক্ত করে তুলতে বিশেষ কোচিং-এর ব্যবস্থা করল হুগলি গ্রামীণ পুলিশ। আগামী দু’বছর সম্পূর্ণ বিনামূল্যে ওই ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেবে ব্যারাকপুরের সংস্থা ‘কেরিয়ার এন্ড কোর্স’। জানা গেছে, হুগলি জেলার মধ্যে মোট ২০০ জন ছাত্র-ছাত্রী এই সুযোগ পাবে। তার মধ্যে আরামবাগ থানা এলাকার ৮০ জন, গোঘাট থানা এলাকার ২০ জন এবং পুরশুড়া থানা এলাকার ২০ জন রয়েছে। শুক্রবার এই সমস্ত ছাত্র-ছাত্রীদের আরামবাগ মহকুমা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা এলাকায় সংবর্ধনা জানানো হয়। আরামবাগ রাজা রামমোহন হলে আরামবাগ থানার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও অভিষেক মন্ডল, আইসি বরুণ ঘোষ, আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায়, আরামবাগ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে প্রমূখ। গোঘাট থানা চত্বরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি অনিল রাজ, গোঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ কান্তি কোনার । পুরশুড়ায় উপস্থিত ছিলেন ওসি আশরফ আলি মোল্লা। এ বিষয়ে গোঘাট হাইস্কুলের ছাত্রী অস্মিতা পাল বলে, বহু মেধাবী ছাত্র-ছাত্রী আর্থিক দুরবস্থার জন্য আলাদা করে এই ধরনের প্রশিক্ষণ নিতে পারেনি। পুলিশের উদ্যোগে এই সমস্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা ভীষণভাবেই উপকৃত হবে। তাই এরকম ব্যবস্থা করার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে অসংখ্য ধন্যবাদ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি