October 6, 2025

তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার সুপাড়া এলাকায়। ওই তৃণমূল কর্মীর নাম মির্জা সইদুল। ওই এলাকাতেই তাঁর একটি ইলেকট্রিকের দোকান আছে। মাঝরাতে খবর পান তাঁর দোকানে আগুন লেগেছে। এরপর তিনি ও এলাকার বেশ কিছু মানুষ ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তার আগেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভিতরে থাকা ইলেকট্রিকের সমস্ত  সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। সইদুল জানান, প্রায় সাড়ে চার লক্ষ টাকার জিনিস তাঁর নষ্ট হয়েছে। তাঁর অভিযোগ, ওই এলাকায় কিছু দুষ্কৃতী তোলাবাজি করে বেড়ায়। তিনি কয়েকদিন আগের সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন। তাঁর অনুমান, তার জেরেই এই ঘটনা ঘটিয়েছে ওই দুষ্কৃতীরা। খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন। দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

Loading