October 6, 2025

আরামবাগ পুরসভায় চালু হয়ে গেল ‘দুয়ারে পুরসভা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: মঙ্গলবার থেকে আরামবাগ পুরসভায় চালু হয়ে গেল ‘দুয়ারে পুরসভা’। প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্যই এই উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়া হয় বলে জানিয়েছেন আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী। এর নাম দেওয়া হয়েছে  ‘জনতার দরবার’। মঙ্গলবার পারুল  হাইস্কুল, পারুল প্রাথমিক বিদ্যালয় ও আরামবাগ হাইস্কুলে ১,২,৩,১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডের মানুষের অভাব অভিযোগ শোনা হয়। আগামী দশ দিন ধরে বাকী ওয়ার্ডগুলির বাসিন্দাদের অভাব অভিযোগ শোনা হবে এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে আরামবাগ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ ভান্ডারী বলেন, আমার বার্ধক্য ভাতা হয়নি। তাই এদিন কাগজপত্র জমা দিলাম। জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এই উদ্যোগ খুবই ভাল। মানুষ নিজেদের অসুবিধার কথা এলাকাতেই জানাতে পারছে। এটা খুবই প্রশংসনীয়। অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডের গৃহবধূ সোমা রায় এদিন এলাকার রাস্তার সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন। তিনি বলেন, আমাকে দ্রুত ওই রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী বলেন, যে সমস্ত এলাকার মানুষের এখনও কিছু সমস্যা রয়ে গেছে তা যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য এই ব্যবস্থা। এর ফলে পুরসভা এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবেন।

Loading