সোমালিয়া সংবাদ, আরামবাগ: নির্বাচন এলেই হাসি ফোটে ফ্লেক্স ও ব্যানার তৈরির ব্যবসায়ীদের মুখে। কিন্তু এবার যেন হাসিটা অনেক বেশি চওড়া আরামবাগের ব্যবসায়ীদের। তার কারণ আরামবাগ পুরসভার ১৯ টি ওয়ার্ডে এবার প্রার্থী হয়েছেন ৬৬টি জন। এর আগে পুরসভা নির্বাচনে আরামবাগে এত জন প্রার্থী কখনও হয়নি বলে জানা গেছে। শাসক তৃণমূলের ১৯ জন প্রার্থী ছাড়াও বামফ্রন্টের ১৮ জন, বিজেপির ১৭ জন, কংগ্রেসের ৮ জন এবং নির্দল প্রার্থী রয়েছেন ৪ জন। আর তাই স্বাভাবিকভাবেই ফ্লেক্স, পোস্টার, ব্যানার তৈরির বরাতও বেশি পাচ্ছেন ওই সমস্ত জিনিস তৈরির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এক দোকানের কর্মী কৃষ্ণকান্ত দে জানালেন, প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই কাজের চাপ খুব বেড়ে গেছে। ৯ জন কর্মী মিলেও কাজ শেষ করতে পারা যাচ্ছে না। সারারাত কাজ চলছে। সমস্ত দলের প্রার্থীরাই অর্ডার দেওয়ায় কাজের চাপ বেড়েছে। অন্যান্য নির্বাচনে এতটা চাপ থাকে না। এবার যেন অনেকটাই বেশি। আরামবাগ কোর্ট রোডের এক ছাপাখানা সংস্থার কর্মী পলাশ সরকার জানান, এবার বেশ ভালই কাজ হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার কাজ অনেক বেশি হয়েছে। এখনও ভালই চাপ আছে। একটি ছাপাখানা সূত্রে জানা গেছে, আরামবাগ পুরসভার ১৯টি ওয়ার্ড পিছু তৃণমূলের পক্ষ থেকে তাঁদের ওখানে ১৫০-২০০টি ফ্লেক্স ও ফেস্টুন ইত্যাদির কাজ এসেছে। যেখানে বিজেপি প্রার্থী পিছু ১০০-১৫০টি, বামফ্রন্ট প্রার্থী পিছু ৭০-৮০টি ফ্লেক্স-ফেস্টুন ইত্যাদির অর্ডার পাওয়া গেছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী পিছু ৪০-৫০টি তৈরির বরাত দেওয়া হয়েছে। এমনকি পিছিয়ে নেই নির্দল প্রার্থীরাও। তাঁদের পক্ষ থেকেও ৭০-৮০টি করে প্রচার সামগ্রী তৈরি করানো হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি