October 6, 2025

আরামবাগের ১৯টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবে: মন্ত্রী পুলক রায়

সোমালিয়া সংবাদ, আরামবাগ: পুরভোটের প্রচারের শেষ লগ্নে আরামবাগে ঝড় তুললো তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের মহামিছিল জনসমুদ্রে পরিণত হল। এদিন মিছিল শুরু হয় আরামবাগ পুরসভার দৌলতপুর এলাকা থেকে। তারপর সেই মিছিল আরামবাগ বাস স্ট্যান্ড, নেতাজি মোড়, পুরাতন বাজার, বিবেকানন্দ মোড়ের মধ্য দিয়ে আরামবাগ বাসদেবপুর মোড়ে পৌঁছয়। এদিনের মিছিলের অন্যতম আকর্ষণ ছিল বিশাল আকার একটি লক্ষ্মীর ভান্ডার। মিছিল শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এদিন মিছিলের পুরোভাগে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, হুগলি জেলা সভাধিপতি মেহেবুব রহমান, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহরায়, সাংসদ অপরূপা পোদ্দার ছাড়াও তৃণমূলের জেলা, ব্লক ও স্থানীয় স্তরের নেতা-কর্মীরা। এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার ১৯জন তৃণমূল প্রার্থী। পরে  পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন, রাজ্যের ১০৮টি পুরসভার সঙ্গে আরামবাগ পুরসভার ১৯টি ওয়ার্ডেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, প্রফুল্লচন্দ্র সেনের আরামবাগে যে উন্নয়ন হয়েছে তা আমরা বিভিন্ন ওয়ার্ডের মানুষের কাছে তুলে ধরছি। এদিন দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। কিন্তু সেখানে সাধারণ মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন যে তা জনসমূদ্রে পরিণত হয়েছে। তিনি বলেন, দশ মাস আগে এই রাজ্য থেকে বিভেদের রাজনীতিকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এবারের পুরসভা নির্বাচনগুলিতেও তার ব্যতিক্রম হবে না। আরামবাগের ১৯টি ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবেন।

Loading