October 6, 2025

উন্নয়নের নিরিখেই আরামবাগ পুরসভার সবকটি ওয়ার্ডেই জয়ী হবে তৃণমূল, দাবি তৃণমূল নেতৃত্বের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ পুরসভা এলাকায় গত কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে তার নিরিখেই এবার সবকটি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন বলে জানালেন প্রাক্তন পুরপ্রধান তথা এবারের নির্বাচনে আরামবাগ ৬নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন নন্দী। এই পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ১৯। ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল সবকটিতেই জয়ী হয়েছিল। তবে এবারের নির্বাচন অনেকটাই কঠিন। প্রতিটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা ছাড়াও বিজেপি ১৭টি,  বামফ্রন্ট ১৮টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। জাতীয় কংগ্রেসের প্রার্থী রয়েছে ৮টি ওয়ার্ডে। এছাড়া নির্দল প্রার্থী রয়েছেন ৪ জন। ১৯ জন প্রার্থীর মধ্যে তৃণমূলের এবার নতুন মুখ ১৩ জন। যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর আরামবাগ মহকুমা জুড়ে বিজেপির আধিপত্য বেড়েছিল। আর তার ফলেই ওই লোকসভা নির্বাচনে বেশিরভাগ ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। যদিও গত বিধানসভা নির্বাচনে অনেকটাই হারানো জমি পুনরুদ্ধার করেছিল তৃণমূল। ১৯টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়েছিল ৯টি ওয়ার্ডে। যদিও তারপর একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিজেপি বিধায়ক ও তাঁদের দলের কর্মীদের অনুপস্থিতি তৃণমূলকে হারানো জমি ফিরে পেতে অনেকটাই সাহায্য করেছে। পাশাপাশি ওই সময় বিধানসভা আসনটি হারিয়েও তৃণমূল যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাতে এবারের নির্বাচনে খুব ভাল ফল মিলবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে আরামবাগ প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী বলেন, আরামবাগের মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কিছু উপহার দিয়েছেন। আরামবাগকে রেলের মানচিত্রে যোগ করেছেন। পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ, পৌর স্বাস্থ্যকেন্দ্র, নার্সিং ট্রেনিং কলেজ, পলিটেকনিক কলেজ, হেলিপ্যাড, অক্সিজেন বটলিং প্লান্ট, গ্রীন সিটি প্রজেক্ট, ভবঘুরে ভবন, বৈদ্যুতিক চুল্লি, পাঁচটি স্পোর্টস কমপ্লেক্স, পাঁচটি ভূগর্ভস্থ নিকাশি নালা, সাতটি নতুন পার্ক সহ আরামবাগের উন্নয়নের মুকুটে আরও অনেককিছু যুক্ত হয়েছে। আরামবাগের মানুষ জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরামবাগের জন্য কি কি করেছেন। এছাড়াও পানীয় জল, রাস্তাঘাট, খেলার মাঠে আলোকসজ্জা সহ অনেক কিছু কাজ হয়েছে। স্বপন নন্দী আরও বলেন, যেভাবে আরামবাগে উন্নয়ন হয়েছে তাতে আরামবাগবাসী এমনিতেই তৃণমূল প্রার্থীদের জয়ী করবেন। তবু আমাদের লক্ষ্য এই উন্নয়নকে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর সে ব্যাপারে সহযোগিতা করতেই এবার সবকটি ওয়ার্ডে মানুষ দু’হাত ভরে তৃণমূল প্রার্থীদের আশীর্বাদ করবেন কোন সন্দেহ নেই।

Loading