October 6, 2025

ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়েছে আরামবাগের ছাত্র, দুশ্চিন্তায় পরিবার

সোমালিয়া সংবাদ, আরামবাগ: ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছেন আরামবাগের ছেলে দেবার্ঘ্য পোড়ে। এরফলে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের লোকেরা। ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে তাঁরা ভারত সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন। শুক্রবার আরামবাগ মহকুমা প্রশাসনের আধিকারিকরা দেবার্ঘ্যর বাড়িতে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করেন এবং তাকে দেশে ফেরানোর ব্যাপারে তাঁরা যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। দেবার্ঘ‍্যর বাড়ি আরামবাগ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃন্দারামপুরে। বর্তমানের সে ইউক্রেনের  ড‍্যানিলো হ‍্যালিটস্কি লভিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ছে। তার বাড়ি ফেরার কথা ছিল সামনের ৩ মার্চ। কিন্তু তার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেধে যাওয়ায় তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপ কলে দেবার্ঘ্য জানায়, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেধে যাওয়ায় দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভারতীয় দূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। রাত দশটার পর বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদেরকে প্রচুর পরিমাণে জল এবং খাবার মজুত রাখার কথা বলেছে। রাতের বেলা আলো জ্বালাতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে বাঙ্কারের নিচে আশ্রয় নিতে হচ্ছে। দেবার্ঘ্য জানায়,  ওই ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে ২৩০ জন ভারতীয় পড়াশোনা করছে। তার মধ্যে ৭০ জন বাড়ি ফিরে যেতে পেরেছে। বাকিরা কিভাবে বাড়ি ফিরবে কিছুই বুঝতে পারছে না। এদিকে দেবার্ঘ্যর মা কৃষ্ণা পোড়ে জানান, ও আমাদের একমাত্র সন্তান। অনেক কষ্ট করে বিদেশে পাঠিয়েছি ডাক্তারি পড়তে। কখনও ভাবিনি এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হবে। ভারত সরকারের কাছে কাতর আবেদন ছেলেকে যেন বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়ছেন তিনি। ঠাকুমা মঙ্গলা পোড়ে বলেন, সোনাদানা, জমি-জায়গা বিক্রি করে নাতিকে ডাক্তারি পড়ানোর জন্য বিদেশে পাঠিয়েছি। এখন চাইছি সে যেন সুস্থ হয়ে ফিরে আসে।

Loading