October 5, 2025

তৃণমূলে যোগ দিলেন সিপিএম প্রার্থী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আগেই নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার সরাসরি তৃণমূলে যোগ দিলেন সিপিএমের ঘোষিত দলীয় প্রার্থী সেখ রবিয়াল। শুক্রবার আরামবাগ ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী। রবিয়াল আগে তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু ২০১৮ সালে তিনি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন সিপিএমে। এমনকি এবারের পুরসভা নির্বাচনে সিপিএমের পক্ষ থেকে তাঁকে আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি মনোনয়নপত্রও জমা করেছিলেন। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেন। এদিন তৃনমূলে যোগদান করার পর রবিয়াল বলেন, আমি আগে তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলাম। কিন্তু কয়েকজনের সঙ্গে মতান্তর হওয়ায় দল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলাম। যখন দেখলাম প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী এই ওয়ার্ডের প্রার্থী হয়েছে তখন দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তাই অনেক ভেবে চিন্তে প্রার্থী হিসেবে নাম প্রত্যাহার করে নিই। পরে আমার মনে হয়েছে এলাকার উন্নয়ন করতে হলে একমাত্র তৃণমূলের হয়ে কাজ করলে তবেই সম্ভব। তাই এদিন আমি আবার তৃণমূলে ফিরে এলাম। এ বিষয়ে আরামবাগের প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী বলেন, রবিয়াল আমাদের দলের পুরোনো কর্মী।  দলের কয়েকজনের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় ও দল ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজ দেখে আবার ও তৃণমূলের ফিরে এল। আগামী দিনে মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সে সামিল হতে চায়। তাই সে আবার তৃণমূলে ফিরে এসেছে।

Loading