October 5, 2025

আরামবাগে দাগ কাটতে পারলো না বিরোধীরা, লড়াই দিল নির্দল

সোমালিয়া সংবাদ, আরামবাগ: গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনের নিরিখে আরামবাগ পুরসভার ১৯টি ওয়ার্ডের মধ্যে অর্ধেকের বেশি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। কিন্তু পুরসভা নির্বাচনে দেখা গেল নির্দল প্রার্থীর ভোট কাটাকাটিতে বিজেপি একটি ওয়ার্ডে জয় পেলেও বাকি ওয়ার্ডগুলিতে তেমনভাবে দাগ কাটতে পারল না। শুধু বিজেপি নয়, সিপিএম- কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়। এবারের নির্বাচনে আরামবাগ পুরসভায় সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সোমা পন্ডিত। তিনি বিজেপি প্রার্থীকে ৩০০০ ভোটের ব্যবধানে হারিয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম ভোটে জয়ী হয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ ঘোষ। তৃণমূল প্রার্থীর সঙ্গে তাঁর জয়ের ব্যবধান মাত্র ৫৬। বেশিরভাগ তৃণমূল প্রার্থী কোথাও এক হাজার, কোথাও দু হাজার, আবার কোথাও আড়াই হাজার ভোটে  জয়ী হয়েছেন। ১৯টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডে বিজেপি দ্বিতীয় স্থান পেয়েছে। অন্যদিকে সিপিএম প্রার্থীরা ৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থান পেয়েছে। অন্যদিকে ৮টি ওয়ার্ডে প্রার্থী দিয়ে সবকটিতেই তারা শেষতম স্থান পেয়েছে। বিধানসভা ও লোকসভা নির্বাচনে আরামবাগ পুরসভায় বিজেপি ভাল ফল করলেও এবারে তাদের শোচনীয় ফল হয়েছে। এছাড়া দুটি ওয়ার্ডে তারা প্রার্থীও দিতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্দল প্রার্থীরা অনেকটাই লড়াই জমিয়ে দিয়েছিল। ১২ নম্বর ওয়ার্ডে লুৎফা বেগম নির্দল হিসেব দাঁড়িয়ে দ্বিতীয় স্থান পেয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী আজিজুল হোসেন সিপিএম ও বিজেপিকে টপকে দ্বিতীয় স্থান পেয়েছে। আর ১৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী তৃতীয় স্থান পেলেও তৃণমূলের ভোট কেটে মাত্র ৫৬ ভোটে বিজেপিকে জয়ী হতে অনেকটাই সাহায্য করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিরোধীরা ভোট লুট ও ছাপ্পা ভোটের অভিযোগ করলেও নির্দল প্রার্থীদের ভোট প্রাপ্তির সংখ্যা এবং একটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীর জয় তাদের সেই অভিযোগ অনেকটাই নস্যাৎ করে দিয়েছে। তাই এ প্রসঙ্গে আরামবাগের প্রাক্তন পুরপ্রধান তথা আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী স্বপন নন্দী বলেন, ভোট লুট হলে  বিজেপি প্রার্থী কখনও জয়ী হতে পারতো না বা নির্দল প্রার্থীরা এত বেশি ভোট পেতো না। আসলে বিজেপি এবং সিপিএমকে মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করে দিয়েছে। তাই ওরা এইসব কথা বলছে। ভোট যে একেবারে স্বচ্ছভাবে হয়েছিল বিজেপি প্রার্থীর জয়ই তার প্রমান।

Loading