October 6, 2025

‘ম্যান অফ দ্যা ম্যাচ’ প্রাক্তন উপ পৌরপ্রধান রাজেশ চৌধুরী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: একেই বলে ওস্তাদের মার। আরামবাগ পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বাদ পড়েছিলেন আরামবাগের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী। আর তখন অনেকেই বলেছিলেন আরামবাগে রাজেশ জমানা শেষ। কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। তা আরও একবার প্রমান করে দিলেন রাজেশ চৌধুরী। দলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে নিশ্চয়ই তাঁর মন খারাপ হয়েছিল, কষ্টও পেয়েছিলেন। কিন্তু ভেঙে পড়েননি। সেই কষ্ট-যন্ত্রনা বুকে চেপে রেখে প্রকাশ্যে নেতৃত্ব দিয়ে দলীয় প্রার্থীদের জেতাতে একের পর এক প্রচার করে গেছেন। বিশেষ করে তাঁর ঘনিষ্ঠ প্রার্থীদেরকে জেতাতে তিনি একেবারে দিনরাত এক করে ফেলেছিলেন। সদ্য নির্বাচিত চেয়ারম্যান সমীর ভান্ডারী প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীর বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত। পোড়-খাওয়া নেতা হয়েও সমীরবাবুকে শক্ত লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল নির্দল প্রার্থী হিসেবে দলেরই নেতা আজিজুল হোসেন দাঁড়িয়ে পড়ায়। তাঁর জয় যতটা সহজে এসেছে প্রথমদিকে ততটা সহজ ছিল না। কারণ আজিজুল হোসেনের ডেরায় গিয়ে তাঁকে বধ করা অত্যন্ত কঠিন ছিল। কিন্তু সমীরবাবুকে জেতাতে নিজের হাতে সব দায়িত্ব তুলে নিয়েছিলেন  আরামবাগ তৃণমূলের ছোটবাবু রাজেশ চৌধুরী। তিনি সমীরবাবুর পাশে থেকে বাড়ি বাড়ি প্রচার করেছেন, তিল তিল করে জমি তৈরি করেছেন। আর যার ফলে শেষ হাসি হেসেছেন সমীরবাবু। আর পেছন থেকে এসবের প্রধান কান্ডারী কিন্তু একজনই। তিনি আর কেউ নন, তিনি হলেন রাজেশ চৌধুরী। তাই এই পৌরসভা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেও তিনিই এখন ‘ম্যান অফ দ্যা ম্যাচ’।

Loading