October 6, 2025

সৌজন্যে: গুগল

আরামবাগকে জেলা করতে চাই জোরদার আন্দোলন

সোমালিয়া সংবাদ, আরামবাগ: প্রশাসনিক কাজ কর্মের দুর্ভোগ থেকে বাঁচতে আরামবাগকে জেলা করার দাবী আরামবাগবাসীর দীর্ঘদিনের। কিন্তু এখনও বাস্তবায়িত না হওয়ায় ক্রমশ হতাশ হয়ে পড়েছিলেন আরামবাগবাসী। তবে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়তে চলেছে। বড় জেলাগুলির সাথে সাথে হুগলি জেলাকেও নাকি  ভেঙে জেলা তৈরি করা হবে। এরপরই প্রশাসনিক কাজের দুর্ভোগ থেকে রেহাই পেতে আরামবাগ মহকুমাকে নতুন জেলা করার দাবি তুলেছেন বুদ্ধিজীবী, আরামবাগ প্রশাসনের একাংশ থেকে ছাত্রছাত্রী ও আরামবাগের আমজনতা। তাঁদের দাবি দূরত্ব, প্রশাসনিক কাজে দুর্ভোগ, প্রাচীন জনপদের ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামের অন্যতম কেন্দ্রবিন্দু, জনসংখ্যা ও জনঘনত্বের বিচারে আরামবাগ মহকুমাকে জেলা করা প্রয়োজন। প্রসঙ্গত উল্লেখ্য, তৃনমূল সরকারের  মন্ত্রিসভায় নাকি সিদ্ধান্ত হয়েছে রাজ্যে জেলার সংখ্যা বাড়ানো হবে। তবে সিদ্ধান্ত হলেও সরকারি ভাবে ঘোষণা এখবও  বাকী আছে। যদিও কোন্ কোন্  জেলা ভেঙে নতুন জেলা গঠিত হবে তা এখনও স্পষ্ট করেনি নবান্ন। তবে রাজ্য প্রশাসন সূত্রে খবর, জেলা ভেঙে নতুন জেলা গঠনের তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং হুগলি। তবে বর্তমানে মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনা জেলা ভাঙার সম্ভাবনা প্রবল বলে রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন। নতুন জেলা গঠিত হলে  আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের সুবিধা হবে এবং সাধারণ মানুষও সরকারি পরিষেবা দ্রুত পাবেন। এমনটাই মত বুদ্ধিজীবীদের। এই বিষয়ে খানাকুলের রাজহাটি হাইস্কুলের প্রধান শিক্ষক নব‍্যেন্দু সামন্ত জানান, আরামবাগ জেলা হোক, এটা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা চাইছি। প্রত্যন্ত এলাকা থেকে চুঁচুড়ায় দিনের পর দিন গিয়ে প্রশাসনিক কাজকর্ম করা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ছে। যদি আরামবাগকে জেলা করার উদ্যোগ নেওয়া হয় তাহলে খুবই প্রশংসনীয়। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যে ক্রমাগত ঘটে চলা খুন, ধর্ষণের ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। জেলা বিভক্ত হলে প্রতিটি জায়গায় আরও পুলিশি নজরদারি বাড়ানো সম্ভব হবে এবং তার ফলে আইন-শৃঙ্খলা বজায় রাখাও সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে রাজ্যে মোট ২৩টি জেলা রয়েছে। পূর্বতন বামফ্রন্ট জমানায় ২৪ পরগনা, মেদিনীপুর ও  দিনাজপুর ভেঙে নতুন জেলা গঠিত হয়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে বর্ধমান, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং ভেঙে নতুন জেলা তৈরি করেন। তাই বাম জমানা থেকে আরামবাগ মহকুমাকে জেলা তৈরি করার দাবি বর্তমানে জোরালো হয়ে উঠছে।  আরামবাগে মেডিকেল কলেজ থেকে শুরু করে রেল যোগাযোগ, আইসি থানা, প্রশাসনিক ভবন, কলেজ, মহকুমা হাসপাতাল ও প্রতিটি ব্লকে হাসপাতাল সহ জেলা তৈরি করার যাবতীয় উপকরণ রয়েছে। তাহলে কেন আরামবাগকে জেলা করা হবে না। উঠছে প্রশ্ন? এই বিষয়ে আরামবাগের বিশিষ্ট সাংবাদিক তথা হুগলি জেলার আঞ্চলিক ইতিহাসবিদ-গবেষক দেবাশিস শেঠ জানান, আরামবাগ মহকুমার আয়তন খুব বেশি। তাই প্রত্যন্ত অঞ্চল থেকে চুঁচুড়া গিয়ে প্রশাসনিক কাজকর্ম করা খুবই কষ্টের। হুগলি জেলার স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল আরামবাগ। তাই আরামবাগের উন্নয়নের জন্য দেরিতে ভাবা হলেও যদি আরামবাগ মহকুমা জেলা হয় তাহলে বহু গরিব মানুষ ও সকল স্তরের মানুষ উপকৃত হবেন। সবমিলিয়ে আরামবাগ মহকুমাকে জেলা করার দাবি আপামর আরামবাগবাসীর। তবে এই দাবি নিয়ে আরামবাগের সর্বস্তরের মানুষের এখনই আন্দোলনে নামা প্রয়োজন।

Loading