October 5, 2025

অস্বাভাবিক লম্বা মানুষের দেখা মিলল, তোলপাড় নেট দুনিয়া

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রাচীন যুগ থেকেই পৃথিবীতে বিভিন্ন আকারের মানুষ দেখা যায়। যুগের বিবর্তনের পর বর্তমান যুগে মানুষের আকার ও উচ্চতার কিছুটা তারতম্য থাকলেও মানুষের আকার উচ্চতার মধ্যে একটা ভারসাম্য রয়েছে। তবে অস্বাভাবিক উচ্চতা বিশিষ্ট একজন মানুষের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই তোলপাড় বিশ্ব। অস্বাভাবিক লম্বা মানুষটি একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আবার কখনও গাড়িতে বসে আছেন। সূত্র থেকে জানা গিয়েছে, অস্বাভাবিক লম্বা ব্যক্তিটির নাম নাসির সুমরো। ওই ব্যক্তি পাকিস্তানের বাসিন্দা। তিনি পাকিস্তানের দ্বিতীয় লম্বা মানুষ। ৪৮ বছর বয়সী সুমরোর উচ্চতা সাত ফিট দশ ইঞ্চি। তিনি এই বয়স পর্যন্ত বেঁচে থাকা বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তিদের একজন। তাঁর উচ্চতার কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকেন বলে জানা যায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি গাড়ির ভেতরে বসার চেষ্টা করছেন। কিন্তু তাঁর মাথা গাড়ির ছাদের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এদিকে তাঁর পায়ের দৈর্ঘ্যও দেখার মতো। তাঁর পায়ের দৈর্ঘ্য গাড়ির দরজার চেয়ে একটু কম। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিশ্ববাসী অস্বাভাবিক লম্বা মানুষ হিসাবে সুলতান কোসেন, যিনি পেশায় কৃষক, তুরস্কের বাসিন্দা। তাঁর উচ্চতা দুই দশমিক ৫১ মিটার বা ৮ ফুট ৯ ইঞ্চি। পাশাপাশি জিন্নাত আলি একজন বাংলাদেশী নাগরিক, যিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ এবং তুরষ্কের সুলতান কোসেনের পরে বিশ্বের দ্বিতীয় লম্বা ব্যক্তি হিসাবে জানা গিয়েছিল। তবে নাসির সুমোর ভিডিও ভাইরাল হতেই আবারও বেঁচে থাকা অস্বাভাবিক লম্বা মানুষকে ঘিরে উন্মাদনা নেট দুনিয়ায়।

Loading