সোমালিয়া সংবাদ, আরামবাগ: গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় ছিল না। তাই গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই গ্রামের বাচ্চাদের জন্য একটি বিদ্যালয় দাবি করে আসছিলেন। কিন্তু বিদ্যালয় তৈরির জন্য প্রয়োজন ছিল উপযুক্ত জায়গার। এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এলেন গ্রামের চাষি রাধানাথ শাসমল। তিনি তাঁর সাত শতক জায়গা বিদ্যালয় তৈরির জন্য আরামবাগ আদালতে এফিডেভিট করে প্রশাসনকে দেওয়ার অঙ্গীকার করলেন। ওই জায়গার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেই অঙ্গীকারপত্র আরামবাগ মহকুমা প্রশাসনের হাতে তুলে দেন রাধানাথবাবু। সঙ্গে ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি, আরামবাগ ব্লকের স্কুল পরিদর্শক কৌশিক মালিক প্রমূখ। রাধানাথবাবুর বাড়ি আরামবাগের সালেপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া গ্রামে। দ্বারকেশ্বর নদ সংলগ্ন এই গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় বাচ্চাদেরকে প্রায় দু কিলোমিটার হেঁটে বা সাইকেলে চড়ে বিদ্যালয়ে পড়তে যেতে হয়। তাই দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা গ্রামে একটি বিদ্যালয় তৈরির দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে তাঁরা আরামবাগ মহকুমা, ব্লক ও শিক্ষা দপ্তরে গণ ডেপুটেশনও জমা দেন। এরপরই মাস ছয়েক আগে আরামবাগ ব্লকের স্কুল পরিদর্শক , সংশ্লিষ্ট গৌরহাটি চক্রের স্কুল পরিদর্শক , আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের জন্য জায়গা পরিদর্শন করেন। তাঁরা রাধানাথবাবুর জায়গাটি চিহ্নিত করেন। ওই জায়গা তিনি স্বেচ্ছায় দানের ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে গ্রামের বাসিন্দা নবকুমার সাউ, লক্ষীকান্ত বেরা, শিপ্রা বেরা প্রমুখরা জানান, বাচ্চাদের স্কুলে যেতে খুবই অসুবিধা হয়। বর্ষাকালে তো যেতেই পারে না। তাই গ্রামে স্কুল তৈরি হলে খুবই উপকার হবে। উনি জমি দান করায় আশা করছি খুব তাড়াতাড়ি স্কুল তৈরির কাজ শুরু হয়ে যাবে। চতুর্থ শ্রেণীর ছাত্র শুভজিৎ বেরা বলে, এত দূর হেঁটে স্কুলে যেতে খুব কষ্ট হয়। তাই গ্রামের মধ্যে পড়তে পেলে খুব ভালো হবে। এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি বলেন, জমি দানের বিষয়ে প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে রাধানাথবাবুর লিখিত অনুমতি চেয়েছিল। এদিন তিনি এফিডেভিট করে তা দিয়ে দিলেন। যখনই শিক্ষাদপ্তর স্কুল তৈরির অনুমোদন দিয়ে দেবে তখনই উনি রেজিস্ট্রি করে দেবেন বলে জানিয়েছেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি