October 5, 2025

রেশনের সামগ্রী অবৈধভাবে কেনাবেচার অভিযোগে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে গ্রেফতার ব্যবসায়ী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: রেশনে উপভোক্তাদের জন্য বরাদ্দ বিভিন্ন সামগ্রী বেআইনিভাবে কেনাবেচার অভিযোগে আরামবাগের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল রাজ্য আরক্ষা ভবনের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃত ওই ব্যবসায়ীর নাম প্রদীপ বেতাল। আরামবাগ শহরের লিংক রোডে তাঁর একটি ব্যবসায়িক গোডাউন আছে। জানা গেছে, আরামবাগ মহকুমায় রেশন সামগ্রী নিয়ে বেআইনি ব্যবসা চলছে বলে খবর পৌঁছয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে। এরপরই ওই দপ্তরের পক্ষ থেকে গত বৃহস্পতিবার অতর্কিতে অভিযান চালিয়ে পুরশুড়ার ফতেপুর থেকে কৌশিক জানা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রদীপ বেতালের নাম পায়। কৌশিক মান্নারা নাকি ওই প্রদীপ বেতালের সঙ্গেই  রেশনের চাল, আটা, গম কেনাবেচা করতো। এরপর এদিন ধৃত কৌশিককে সঙ্গে নিয়েই প্রদীপ বেতালের গোডাউনে হানা দেয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারা দোকানের জিনিসপত্র এবং কাগজপত্র খতিয়ে দেখার পর প্রদীপ বেতালকে গ্রেফতার করেন। এ বিষয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর রাজেন্দ্র মিত্র বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুরশুড়ার  ফতেপুর থেকে প্রচুর রেশনসামগ্রী উদ্ধার হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে জানা যায় সে এই প্রদীপ বেতালের কাছে জিনিস কেনাবেচা করত। তারপর এদিন প্রদীপ বেতালের গোডাউনে অভিযান চালিয়ে ও জিনিসপত্র খতিয়ে দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও প্রদীপ বেতালের  দাবি, তিনি মরসুমী শস‍্যের ব্যবসা করেন। রেশনের কোন সামগ্রী তিনি কেনাবেচা করেন না। চাষিদের কাছ থেকে তিনি জিনিসপত্র কেনেন। 

Loading