October 5, 2025

মুমূর্ষু রোগীর জন্য রক্ত দিলেন বিডিও অফিসের কর্মী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্ত দিতে ছুটে গেলেন আরামবাগ বিডিও অফিসের এক কর্মী। তাঁর নাম রাহুলদেব কোনার। জানা গেছে, কামারপুকুরের বাসিন্দা পিয়ালী জুঁই ইউটেরাসের সমস্যা নিয়ে আরামবাগের একটি নার্সিংহোমে ভর্তি আছেন। কিন্তু অপারেশনের আগে তাঁর বি পজেটিভ রক্তের প্রয়োজন। আরামবাগ ব্লাড ব্যাংকে বর্তমানে ওই গ্রুপের রক্ত নেই। পিয়ালীদেবীর স্বামী তাপসবাবু বিষয়টি জানান আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝিকে। এরপরই দীপকবাবু বিডিও অফিসের কর্মী রাহুলবাবুর সঙ্গে যোগাযোগ করেন। তিনি সঙ্গে সঙ্গে আরামবাগ মহকুমা হাসপাতালে গিয়ে ওই রোগীর জন্য রক্ত দান করেন। বিপদের সময় রক্তের সমস্যা মেটায়  তাপসবাবু ধন্যবাদ জানিয়েছেন রাহুলবাবু  ও দীপকবাবুকে।

Loading