October 5, 2025

সোমালিয়া সংবাদ, গোঘাট: হঠাৎই ডায়েরিয়ার প্রকোপ দেখা দেওয়ায় তড়িঘড়ি উদ্যোগী ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন। ওই গ্রামে ছুটে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান, সচিব থেকে শুরু করে মেডিকেল টিম পর্যন্তৎ ঘটনাটি ঘটেছে গোঘাট গ্রাম পঞ্চায়েতের কাঁকুড়িয়া গ্রামে। জানা গেছে আদিবাসী অধ্যুষিত এই গ্রামটিতে ৪২টি পরিবারের বাস। কয়েকদিন ধরেই দু-একজন করে ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু রবিবার সন্ধেয় হঠাৎই একসঙ্গে অনেকেরই আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামে ছুটে যান গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, কর্মাধ্যক্ষ নারায়ন পাঁজা সড় অন‍্যান‍্য জনপ্রতিনিধিরা। গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়। গ্রামেই তড়িঘড়ি অসুস্থদের চিকিৎসা শুরু করে দেওয়া হয়। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা একটু খারাপ তাদেরকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। জানা গেছে, সোমবার দুপুর পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রে ১৫ জনের চিকিৎসা চলছে। বাকিদের গ্রামে মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও সোমবার সকাল থেকেই পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের টিউবওয়েল ও পুকুর সহ বিভিন্ন এলাকায় বিচিং পাউডার ও চুন ছড়ানো হয়।  গ্রামের বাসিন্দা প্রতিমা মুর্মু, বৈদ্যনাথ মান্ডি প্রমুখরা জানালেন, গ্রামে দুটি টিউবওয়েল রয়েছে। আর রয়েছে একটি পুকুর। ওই পুকুরের উপরেই তাঁরা  কাপড় কাচা, বাসন মাজা, আনাজ ধোওয়া, হাত-মুখ ধোওয়া সবকিছুই করে থাকেন। তাঁদের অনুমান, ওই পুকুরের জল কোনভাবে দূষিত হয়ে পড়ায় এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল বলেন, প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। যাদের  অসুস্থতা বেশি তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়াও পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামের বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

Loading