সোমালিয়া সংবাদ, আরামবাগ: এলাকার মানুষের দাবি মেনে আরামবাগ পুরসভা ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়ায় একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তৈরি করল। সোমবার ‘কমিউনিটি বেস্ট প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস’ নামে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পুরপ্রশাসক স্বপন নন্দী, কাউন্সিলর হিমাংশু মালিক, আরামবাগ পুরসভার স্বাস্থ্য বিভাগের এস আই দীপাঞ্জন চ্যাটার্জি, চিকিৎসক গৌতম দে প্রমুখ। এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তৈরি হওয়ার ফলে এলাকার প্রায় দু’হাজার মানুষ উপকৃত হবেন। এর ফলে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদেরকে আরামবাগ হাসপাতাল বা দূরে কোথাও যেতে হবে না। এছাড়া গর্ভবতী মহিলারা এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই তাঁদের প্রয়োজনীয় ওষুধ পাবেন এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। উদ্বোধনের পর এদিনই প্রায় শতাধিক রোগী প্রাথমিক চিকিৎসা করান। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অমিতা দুলে চিকিৎসা করাতে এসে বলেন, কয়েকদিন ধরেই মাথার যন্ত্রনা হচ্ছিল। আরামবাগ হাসপাতালে যাব ভেবেছিলাম।
কিন্তু ওখানে আউটডোরে এত বেশি ভিড় তাই শেষ পর্যন্ত যাওয়া হয় নি । তাই এদিন এখানে এসেছি। এখানে সেন্টার হওয়ায় খুব ভালো লাগছে। আমাদের খুব সুবিধা হয়েছে। জানা গেছে, আপাতত এই স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক থাকবেন। এছাড়া বিভিন্ন স্তরের মোট সাতজন স্বাস্থ্যকর্মী থাকবেন। এ প্রসঙ্গে আরামবাগ পুরসভার স্বাস্থ্য বিভাগের এসআই দীপাঞ্জন চ্যাটার্জি বলেন, এখানে চিকিৎসক হিসেবে ডাঃ গৌতম দে প্রতি সপ্তাহের সোমবার চিকিৎসা করবেন। রোগীরা এখানে প্রয়োজনীয় ওষুধ নিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। এছাড়া প্রতি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ওই দিনগুলিতে গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশুরা টিকা নিতে পারবে। এ বিষয়ে পুরপ্রশাসক স্বপন নন্দী বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য সবসময় কাজ করে চলেছেন। স্বাস্থ্য ব্যবস্থার উপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে শুরু করে আরামবাগ এখন স্বাস্থ্য পরিষেবায় অনেকটাই এগিয়ে গেছে। তারই অঙ্গ হিসেবে আমরা পুরসভা ভিত্তিক বিভিন্ন এলাকায় স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তৈরি করছি। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য