সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: কলকাতায় তৃণমূলের মিছিলে ‘গোলি মারো’ স্লোগান উঠেছিল তাদের গ্রেপ্তার করেনি। তাহলে তৃণমূলের বেলায় এক নিয়ম, বিজেপির বেলায় অন্য নিয়ম কেন?এই ধরণের শব্দকে আমরা সমর্থন করি না। কিন্তু বিচার সব সময় এক হওয়া দরকার। বৃহস্পতিবার তারকেশ্বরের পিয়াসাড়ায় এক কর্মসূচিতে এসে এই মন্তব্য করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর কথা মত চন্দননগরে বিজেপির মিছিলে তৃণমূলের লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
তারাই এই স্লোগান দিয়েছে। এদিন কৃষি বিলের সমর্থনে পিয়াসাড়ায় এক পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই সভায় যোগ দেন সাংসদ লকেট চ্যাটার্জি। চন্দননগরের সভা মাঠে তৃণমূলের শুদ্ধিকরণ প্রসঙ্গে বলেন, তৃণমূলে চোর, ডাকাতে ভরে গেছে। আগে নিজেদের শুদ্ধিকরণ করুক। পাশাপাশি সিঙ্গুর বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পুত্র তুষার কান্তি ভট্টাচার্যকে দলে স্বাগত জানান।আব্বাস সিদ্দিকীর দল ঘোষণা প্রসঙ্গে বলেন, সিদ্দিকী ,খান, খুরেসি, ওয়াইসি যেই দল ঘোষণা করুক না কেন বিজেপি একাই ২০২১-শে সরকার গঠন করবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি