সোমালিয়া সংবাদ, আরামবাগ: উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অনুমোদন মিলেছিল আগেই। কিন্তু জায়গার অভাবে তৈরি করা যাচ্ছিল না। তাই এবার এলাকার মানুষের সুবিধার্থে নিজের তিন শতক জমি স্বাস্থ্যদপ্তরকে দান করলেন স্বরূপ প্রামাণিক নামে এক চাষি। তাঁর বাড়ি আরামবাগের সালেপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপাট গ্রামে। বিঘে দুই জমি ছাড়াও তাঁর একটি মুড়ি ভাজার কল আছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে। কিন্তু তার জন্য নির্দিষ্ট কোন ভবন নেই। স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় একটা ছোট্ট ঘরে কোনরকমভাবে পরিষেবা দেওয়া হয়। তাই নতুন একটি ভবন তৈরির জন্য স্বাস্থ্যদপ্তরের কাছে আবেদন জানানো হয়েছিল। স্বাস্থ্যদপ্তরের কাছ থেকে সেই অনুমতি মিললেও উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছিল না। আর তা জানতে পেরেই স্বরূপবাবু এগিয়ে আসেন। তিনি তাঁর তিন শতক জমি স্বাস্থ্যদপ্তরকে লিখে দেবেন বলে জানান। সেইমতো আরামবাগ রেজিস্ট্রি অফিসে গিয়ে স্বাস্থ্যদপ্তরকে আইন সম্মতভাবে সেই জমি তুলে দিলেন। উপস্থিত ছিলেন আরামবাগ বি এম ও এইচ অনুপম বিশ্বাস, আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝি, এলাকার জনপ্রতিনিধি ও অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে স্বরূপবাবু বলেন, এলাকার মানুষের সুবিধার কথা ভেবেই আমি এই জমি দান করছি। এর ফলে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ ভীষণ ভাবে উপকৃত হবেন। অন্যদিকে আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ দীপক মাঝি বলেন, গ্রামের মানুষ যাতে আরও ভাল স্বাস্থ্যপরিষেবা পান সে ব্যাপারে সবসময় সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাঁর এই ভাবনাকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছেন সহৃদয় স্বরূপবাবু। ওনার এই মানসিকতায় আমরা খুবই খুশি। এর ফলে এলাকার মানুষ আরও ভাল পরিষেবা পাবেন কোন সন্দেহ নেই।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি