October 5, 2025

গোঘাটের বালি নতুন বাজারে সিধু-কানু মূর্তির উন্মোচন করছেন রাজ্য বনদপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা

সোমালিয়া সংবাদ, গোঘাট: ঐতিহাসিক হুল দিবসে সাঁওতাল বিদ্রোহ ও স্বাধীনতা আন্দোলনের দুই বীরযোদ্ধা সিধু ও কানহু-র মূর্তি উন্মোচিত হল বৃহস্পতিবার। গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের নতুন বাজারে এই মূর্তির উদ্বোধন করেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন ৮১টি আদিবাসী পরিবারের ১৪৭ জন বেনিফিসিয়ারির হাতে পাট্টা তুলে দেওয়া হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক দীপাপ প্রিয়া, হুগলি জেলা সভাধিপতি মেহেবুব রহমান, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক অসীমা পাত্র, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার প্রমূখ। উল্লেখ‍্য, বালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় নন্দী তাঁর দাদু প্রয়াত মেথর চন্দ্র নন্দীর স্মৃতিতে এই মূর্তি স্থাপনের জন্য আর্থিক সহায়তা করেছেন। 

Loading