October 5, 2025

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জায়ান্ট পান্ডার মৃত্যুতে শোকের ছায়া পশুপ্রেমী মহলে

সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জায়ান্ট পান্ডার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। হংকংয়ের ওসেন পার্কে ছিল ওই পান্ডাটি। তাকে দেখার জন্য পর্যটকেরা ভিড় জমাতো ওই পার্কে। সাধারণ মানুষকে দেখে উৎসাহ পেত পান্ডাটি। কিন্তু সকলের মন খারাপ করে মারা গিয়েছে জায়ান্ট পান্ডাটি। মৃত পান্ডাটির নাম অ্যান অ্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। যা একজন মানুষের ১০৫ বছর বয়সের সমতুল্য। চীনের তরফে হংকং সরকারকে দুটি পান্ডা উপহার স্বরূপ দেওয়া হয়। অ্যান অ্যানের সঙ্গে একটি মহিলা পান্ডাও দেওয়া হয়। যার নাম জিয়া জিয়া। সে ২০১৬ সালেই ৩৮ বছর বয়সে মারা যায়। তারপর থেকে হংকংয়ের ওই পার্কে একাই ছিল পুরুষ পান্ডা অ্যান অ্যান। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কিছুদিন ধরেই অসুস্থ ছিল পান্ডাটি। তবে দুদিন আগে সুস্থ হলেও কোনও খাবার মুখে নিচ্ছিল না অ্যান অ্যান। অবশেষে পার্কেই নিজের বসবাসের জায়গাতে মারা গিয়েছে পান্ডাটি। বিশ্বে জায়ান্ট পান্ডা লুপ্তপ্রায় জীবের পর্যায়ে পৌঁছেছে। তাই এই পান্ডার মারা যাওয়ায় শোকস্তব্ধ হংকংয়ের ওই পার্কের কর্মীরা।

Loading