October 6, 2025

পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারল না ইমরান খান

সোমালিয়া ওয়েব নিউজ: ক্ষমতাসীন ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির জোটের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সভাপতি ইমরান খান। তাঁর নিশানায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরিবার এবং প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারলেন না ইমরান খান। তবে ইমরান খান টুইটারে লিখেছেন, ‘মাত্র ৩ মাসের মধ্যে জারদারি-শরিফের মাফিয়ারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করে ফেলেছে। তাঁদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তাঁরা দেশকে লুট করে জমানো সম্পদ রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কত দিন ধরে এমন কাজ বরদাস্ত করবে। জানা গিয়েছে, ৩৭১ সদস্যের পঞ্জাব প্রাদেশিক আইনসভায় শুক্রবার ভোটাভুটিতে পিএমএল(এন) প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফের ভাইপো হামজা পেয়েছিলেন ১৭৯টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ইলাহি ১৮৬টি। কিন্তু আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মাজারি ‘পাকিস্তান মুসলিম লিগ কায়েদ-ই-আজম (পিএমএল-কিউ)-এর ১০ সদস্যের ভোট নাকচ করে দেন। ফলে ৩ ভোটে জয়ী হন হামজা। মাজারির দাবি, প্রাক্তন সেনাশাসক পারভেজ মুশারফ প্রতিষ্ঠিত দল পিএমএল(কিউ)-এর ১০ অ্যাসেম্বলি সদস্যের সকলেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে পিপিপি প্রার্থীকে ভোট দিয়েছেন। তাই তাঁদের ভোট বাতিল করা হয়েছে। তাই পাঞ্জাব প্রদেশ হাত ছাড়া হল ইমরানের দলের।

Loading