October 5, 2025

আটলান্টিক মহাসাগরে আসছে দামি যুদ্ধজাহাজ, উন্মাদনা বিশ্বজুড়ে

সোমালিয়া ওয়েব নিউজ: ভার্জিনিয়ায় আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি সমুদ্রে পাড়ি দিচ্ছে বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড। আটলান্টিক মহাসাগরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ‘ন্যাটো’র ‘স্ট্রাইক কোরের’ অংশ হিসেবে কাজ করবে এই রণতরি।রুশ-ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের আবহে আটলান্টিক মহাসাগরে পরমাণুচালিত এই বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনা ‘তাৎপর্য পূর্ণ’ বলে মনে করছে সামরিক বিশ্লেষকদের একাংশ। ১৩ হাজার কোটি ডলার ব্যয়ে নির্মিত এই যুদ্ধজাহাজ আমেরিকার ৩৮তম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের নামে করা। ১৯৭৪-৭৭ সালে প্রেসিডেন্ট পদে থাকা প্রয়াত ফোর্ড আমেরিকার নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। তার নাম অনুসারেই এই যুদ্ধ জাহাজের নাম করন হয়। ৩৩৭ মিটার দীর্ঘ এবং ১ লাখ টন ওজনের এই যুদ্ধজাহাজে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে। বিমানবাহী রণতরীটির ফ্লাইট ডেকের প্রস্থ প্রায় ৭৮ মিটার। তাতে রয়েছে দুটি রানওয়ে। ২০০৫ সালের অগস্টে এই যুদ্ধজাহাজ নির্মাণ নিয়ে আলোচনা ও নকশা তৈরি শুরু হয় বলে জানা গিয়েছে।

Loading