October 6, 2025

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিতরণ, ট্রাই সাইকেল বিতরণ, ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান, বৃদ্ধদের লাঠি উপহার

সোমালিয়া সংবাদ, আরামবাগ: জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল এই উপলক্ষে আরামবাগ মহকুমার বিভিন্ন ব্লক ও অঞ্চল স্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুবনেতা শেখ বেলালের উদ্যোগে প্রায় ২০০০ দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জন মানুষের হাতে ট্রাই সাইকেল, পাঁচজন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে আর্থিক অনুদান, দুঃস্থ ও প্রতিভাসম্পন্ন ১২জন খেলোয়াড়কে বুট প্রদান, বৃদ্ধ-বৃদ্ধাদের লাঠি উপহার দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী, প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহরায় প্রমূখ। অন্যদিকে আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার দলের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে পুরশুড়া, খানাকুল, গোঘাট ও আরামবাগের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিতে ভর্তি থাকা রোগীদের ফল উপহার দেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এ বিষয়ে তৃণমূল যুবনেতা শেখ বেলাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে আমরা পথ চলি। সারা বছরই আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে থাকি। এই বিশেষ দিনটিতেও আমরা তাঁদের দিকে যতটা পেরেছি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।

Loading