October 5, 2025

এবার আইসম্যানের হদিশ পাওয়া গেলো,শোরগোল নেটপাড়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: তাঁরা যেন সত্যি সত্যিই ‘শক্তিমান’। একেক জনের আশ্চর্য ক্ষমতার কথা জানলে হতবাক হবেনই। কারও মগজাস্ত্র এতটাই ক্ষুরধার যে, এক ঝলক কোনও কিছু দেখেই তা দীর্ঘ দিন মনে রাখতে পারেন। আবার কেউ তীব্র ঠান্ডার মধ্যেও ‘শর্টস’ পরেই ধ্যান করতে পারেন। কেউ আবার না খেয়েই দীর্ঘ দিন দিব্য বেঁচেছিলেন। কেউ তো পর্দার ‘স্পাইডারম্যানে’র মতোই তরতরিয়ে উঁচু বহুতলে উঠে ভেল্কি দেখান। বাস্তব জীবনের এমনই সব মহাশক্তিধরদের কাহিনি তুলে ধরা হল এখানে।
তাঁর নাম কিম পিক। তাঁর বুদ্ধিমত্তার কথা জানলে বিস্মিত হবেন। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এ যেন তাঁর এক ঐশ্বরিক ক্ষমতা। অটিজমে আক্রান্ত হয়েছিলেন। এই প্রতিবন্ধকতা সত্ত্বেও কোনও জিনিস দেখেই তা দীর্ঘ দিন মনে রাখতে পারতেন কিম।আমেরিকার উটায় জন্ম কিমের। ডাস্টমিন হফম্যান ও টম ক্রুজ় অভিনীত ছবি ‘রেন ম্যান’ পিকের অনুপ্রেরণাতেই তৈরি করা হয়েছিল। ২০০৯ সালের ১৯ ডিসেম্বর প্রয়াত হন কিম। মৃত্যুর পরও তাঁর এই অভাবনীয় ক্ষমতার কথা এখনও মনে রেখেছে এই দুনিয়া।কিমের মতোই ‘সুপারপাওয়ার’ রয়েছে নেদারল্যান্ডসের উইম হফের। তাঁকে বলা হয় ‘আইসম্যান’। বরফের তলায় সাঁতার কাটা হোক কিংবা খালি পায়ে বরফের উপর দিয়ে দৌড়নো— সবেতেই পারদর্শী তিনি। তাপমাত্রা হিমাঙ্কের যত নীচেই নামুক না কেন, তা অনায়াসে সইতে পারেন হফ।

Loading