October 6, 2025

অন্নপূর্ণা পর্বত থেকে উদ্ধার হল অভিযাত্রী

সোমালিয়া ওয়েব নিউজ: ফের অবিশ্বাস্য ঘটনা ধরা পড়ল অন্নপূর্ণা পর্বত অভিযানে৷ তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করা হল ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুকে৷ গত সপ্তাহে নেপালের অন্নপূর্ণা পর্বত থেকে নামার সময় তিনি হারিয়ে গিয়েছিলেন৷ পরে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল৷ তাঁর ভাই সুধীর জানিয়েছেন তিনি জীবিত আছেন৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে তিনি এখনও জীবিত৷
গত সপ্তাহে অন্নপূর্ণা পর্বত অভিযানে গিয়েছিলেন অনুরাগ৷ কিন্তু গত ১৭ এপ্রিল অবতরণের সময় ৬০০০ মিটার উচ্চতা থেকে পড়ে যান তিনি৷ ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪ টি শৃঙ্গ এবং সাত মহাদেশের উচ্চতম বিন্দু জয়ের পরিকল্পনা নিয়েছেন অনুরাগ৷ রাষ্ট্রপুঞ্জ প্রচারিত বিভিন্ন বিষয়ে তিনি সচেতনতা গড়ে তুলতে চান অনুরাগ৷জানা গিয়েছে তিনি ক্রিভাস বা বরফের ফাটলে পড়ে যান৷ তুষার ফাটলের ৩০০ মিটার নীচে আটকে ছিলেন তিনি৷ উদ্ধারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কাঠমান্ডুর হাসপাতালে৷ প্রসঙ্গত বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা অভিযান শেষে ফেরার পথে খারাপ আবহাওয়ার কবলে পড়েছিলেন ভারতীয় পর্বতারোহী বলজিৎ কউর।

Loading