সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বের অন্যতম দুর্লভ রত্নগুলির মধ্যে একটি হলো হিরে। এই গোলাপি হিরের ইতিহাস রয়েছে বিশ্বজুড়ে। বলা হয়, সম্রাটের রত্নভাণ্ডারে পাওয়া যায় এই ধরনের অমূল্যরতন। সম্প্রতি নিলামে উঠেছিল সেরকমই একটি হিরে। শেষপর্যন্ত ২৮.৫ লক্ষ ডলারে এই গোলাপি হিরের মালিক হলেন একজন এশিয়ার ক্রেতা। জানা গিয়েছে,
সম্প্রতি জেনেভায় একটি নিলামে উঠেছিল পিঙ্ক কালারের এই ১৮.১৮ ক্যারেটের হিরে। শেষে ২৮.৪ লক্ষ সুইস ফ্রাঙ্ক অর্থাৎ ১৮.৫ লক্ষ ডলারে নিলাম করা হয় এই দুর্লভ রত্ন। নিলামকারী সংস্থা জানিয়েছে, এক এশীয় ক্রেতা এই গোলাপি হিরের মালিক হয়েছেন। নিলামের আয়োজনকারী ক্রিস্টিস জানিয়েছেন, বিরল শ্রেণিতে পড়ে এই হিরে। উজ্জ্বল গোলাপি রঙের সঙ্গে নাশপাতি আকৃতি এই হিরেকে অন্যন্য সৌন্দর্য দেয়।ফর্চুন পিঙ্ক’ হিরেটি ১৫ বছর আগে ব্রাজিলে খননের সময় পাওয়া গিয়েছিল। অনুমান করা হয়েছিল, ২.৫ মিলিয়ন থেকে ৩.৫ মিলিয়ন ডলারের মধ্যে বিক্রি হবে এই হিরে। যদিও নিলামের আয়োজক ক্রিস্টিজ দেখে, হিরেটির মধ্যে একটি বিশেষত্ব রয়েছে। ক্যারেটের হিসেবে এর ওজন ১৮.১৮ যা এশিয়ার দেশগুলিতে সমৃদ্ধি ফিরিয়ে আনে বলে বিশ্বাস করা হয়। এশিয়াতে, এই ধরনের হিরেকে ফরচুন পিঙ্ক বলা হয়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু